নাটোরে চলছে এক সপ্তাহের লকডাউন

নাটোরে চলছে এক সপ্তাহের লকডাউন

Other

করোনা সংক্রমণ রোধে নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভা এলাকায় সপ্তাহব্যাপী ঘোষিত লকডাউন শুরু হয়েছে। বুধবার (৯ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন সফল করতে মাঠে নেমেছে পুলিশ।  

শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গণপরিবহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।  

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সাতদিনের লকডাউন সফল করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিধি-নিষেধ কাউকে ভঙ্গ করতে দেওয়া হবে না।

এদিকে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় স্থানীয়ভাবে র‌্যাপিড এস্টিজেন টেষ্ট করে ১৬৮ জনের নমুনা সংগ্রহ করে ৪৪ জনের পজেটিভ পাওয়া গেছে। সংক্রমণের হার ২৬ দশমিক ১৯ শতাংশ। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি ডিপার্টমেন্টের রিপোর্ট এখনো পৌঁছায়নি।

 

আরও পড়ুন:


দুই গোলে এগিয়ে থেকেও হতাশা নিয়ে মাঠ ছাড়লো আর্জেন্টিনা

জনবল নেবে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড

এমপিদের গাড়িতে নতুন নকশার স্টিকার চায় সংসদীয় কমিটি

‘তাকবিরে উলা’ ও ফজিলত


 

করোনা সংক্রমণে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে তার অবস্থা আশংকাজনক হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দিলীপ কুমার শহরের চকরামপুর এলাকার গোপাল নারায়নের ছেলে। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ জন।

news24bd.tv নাজিম