যে পরিমান নতুন ডাক্তার বের হয়, অনেক দেশে সে পরিমান জনসংখ্যাও বাড়ে না

যে পরিমান নতুন ডাক্তার বের হয়, অনেক দেশে সে পরিমান জনসংখ্যাও বাড়ে না

Other

ডিউটির শুরুতেই নার্স বলল

: আট নাম্বার বেডের রোগীর ক্যানুলা করা লাগবে।

- আচ্ছা এখনই করে দিব।

: তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি রোগী কিন্তু ক্ষেপে আছে।

- কেন?

: আগের শিফটে দুইবার ক্যানুলার অ্যাটেম্পট করা হইছে, ফেইল্ড।

- ঠিক আছে, আমি দেখছি।

এখানে রোগীদেরকে স্যার- ডিয়ার- হানি- মাই লাভ- ডার্লিং এসব বলে ডাকা খুব স্বাভাবিক একটা ব্যাপার।

আমি একজন হেল্থ এসিস্ট্যান্ট কে শ্যাপ্রন হিসেবে সাথে নিয়ে রোগীর কাছে গেলাম। নিজের পরিচয় দিয়ে, জাদু সোনা বলে রোগীকে রাজি করালাম।

সে হেল্থ কেয়ার এসিস্ট্যান্ট এর সাথে কথা বলতে লাগল আর আমি মিনিট তিনেক পর ক্যানুলা শেষ করে রোগীকে ধন্যবাদ দিলাম।

রোগী-

: ক্যানুলা করা শেষ?

- হুম্ শেষ।

: বাহ্ আমি তো বলতে গেলে টেরই পেলাম না। আর কি টাইডি করে করেছ, এক ফোঁটা রক্ত লেগে নাই। আগে যখন দুইবার ট্রাই করেছিল তখন ব্যথা যেমন পেয়েছি তেমন বিছানায় রক্ত লাগিয়ে বিচ্ছিরি অবস্থা হয়েছিল।

- তোমার কমপ্লিমেন্টের জন্যে অনেক ধন্যবাদ।

: তোমার দেশ কোথায় ডক?

- বাংলাদেশ।

: ওয়াও! এখানে কতোদিন ধরে কাজ করছ?

- নয় মাস।

: বাহ্! খুব ভাল লাগল তোমার সাথে পরিচিত হয়ে। তোমার দেশের নাম আমি আগে শুনেছি, এখানে অনেক ব্র্যান্ডের পোশাক তোমার দেশ থেকে আসে।

- হ্যাঁ, আমাদের গার্মেন্টস শিল্প বেশ ভাল।

: তোমার দেশের ডাক্তাররাও নিশ্চয়ই তোমার মত ভাল?

- না। আমার দেশের ডাক্তাররা আমার চেয়ে অনেক বেশি ভাল।

: তুমি এখানে মুভ করলে যে?


আরও পড়ুন


নতুন প্রজাতির ৯৮ ফুট দীর্ঘ ডাইনোসরের সন্ধান অস্ট্রেলিয়ায়

কম ভাড়ায় ৪ বিভাগে পুলিশ বাস সার্ভিসের যাত্রা শুরু আজ

আগের প্রেমিকার ঘরেও ছেলে আছে যশের, জানুন নুসরাত-যশের অজানা কাহিনী

জনসম্মুখে থাপ্পড় খেয়ে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ


- আসলে চাহিদার চেয়ে বেশি জিনিস আমরা বিদেশে রপ্তানি করি।

: মানে? বুঝতে পারছিনা!

- মানে, আমাদের দেশে বছরে যে পরিমান নতুন ডাক্তার বের হয় সে পরিমান জনসংখ্যাও অনেক দেশে বৃদ্ধি হয় না। তাই আমরা নানান দেশে চাকরি বাকরি খুঁজে বেড়াই।

: ঠাট্টা করছ?

- না, সত্যি বলছি।

news24bd.tv / নকিব