ট্রাম্পকে শ্রদ্ধা করেন পুতিন, জানালেন নিজেই

ট্রাম্পকে শ্রদ্ধা করেন পুতিন, জানালেন নিজেই

অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সুসম্পর্কের কথা নতুন নয়। ট্রাম্পের মেয়াদকালের চার বছর রাশিয়ার সাথে শান্তিপূর্ণ অবস্থানে থেকে সময় পার করেছে যুক্তরাষ্ট্র। সেই সুসম্পর্কের সূত্র ধরেই যেন ট্রাম্পের পক্ষে সাফাই গাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, তিনি সাবেক মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্পকে সম্মান করেন।

এসময় তিনি ট্রাম্পকে ‘বর্ণময় একজন ব্যক্তি’ বলেও মন্তব্য করেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, এখনও আমি বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প একজন অসাধারণ, মেধাবী ব্যক্তি, না হলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারতেন না।

পুতিন বলেন, তিনি একজন বর্ণময় ব্যক্তি। আপনি তাকে পছন্দ করতেও পারেন আবার নাও পারেন।

কিন্তু তিনি কোনও বড় মার্কিন প্রতিষ্ঠান থেকে আসেনি। এর আগে তিনি বড় ধরনের রাজনীতির অংশও ছিলেন না। আর কেউ পছন্দ করুক বা না করুক, তবে এটাই সত্য।


আরও পড়ুনঃ


আদালতে দোষী সাব্যস্ত হলেন মেক্সিকান মাদকসম্রাট গুজম্যানের স্ত্রী

২০ দিন আগে আইনজীবী পাত্রীকে দেখে পছন্দ করে রেলমন্ত্রী

অবশেষে প্রকাশ্যে আসলো নুসরাতের বেবি বাম্প, ছবি ভাইরাল

‘গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিলেন কারাগারে নিহত ইসরাইলি গোয়েন্দা’


এর আগে গত বৃহস্পতিবার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাঠানো এক লিখিত বিবৃতিতে জি-সেভেন সম্মেলনে পুতিনকে ‘উষ্ণ শুভেচ্ছা’ জানাতে আহ্বান জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, ২০১৮ সালে ফিনল্যান্ডের হেলসিংকিতে ‍রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক ‘দারুণ ও খুব কার্যকর’ ছিল।

news24bd.tv / নকিব