নাসিরের গ্রেপ্তারের খবর শুনে যা বললেন পরীমণি

নাসিরের গ্রেপ্তারের খবর শুনে যা বললেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক

আজ সকালে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ, অমিসহ ছয়জনকে আসামি করে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেনঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। দুপুরের মধ্যে প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।  

এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

পরীমণি বলেন, ‘এত দ্রুতই প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এখন ভরসা পাচ্ছি।

নিশ্চিন্ত হলাম। বাঁচতে পারব। বাকি অভিযুক্ত ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক। ’

আজ দুপুরে রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের বাসা থেকে নাসির উদ্দিন মাহমুদকে ​গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এসময় মামলার আরেক আসামি তুহিন সিদ্দিকীকেও গ্রেপ্তার করা হয়। অভিযানে মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকি তিনজনই নারী।

আরও পড়ুন:


করোনা: দেশে একদিনে মৃত্যু ছাড়াল অর্ধশতক, বেড়েছে শনাক্তও

পুলিশ বাহিনী আজ জনগণের ভালোবাসায় পরিণত হয়েছে: আইজিপি

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসিরসহ পাঁচজন গ্রেপ্তার


 

গোয়েন্দা বিভাগের উত্তরা এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ বলেন, ‘জনপ্রিয় নায়িকা পরীমনির মামলার পর দুপুরে উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। যেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সেটি অমির বাসা। পরীমণি রোববার রাতে সংবাদ সম্মেলন করার পর নাসির তার নারী সঙ্গীকে নিয়ে ওই বাসায় পালিয়ে ছিলেন। সেখানে অভিযানে মাদকদ্রব্য উদ্ধার হয়। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাও গ্রেপ্তার দেখানো হয়। ’

news24bd.tv নাজিম