ফ্রি বার্গার না দেওয়ায় রেস্তোরাঁর সব কর্মচারীকে আটক

ফ্রি বার্গার না দেওয়ায় রেস্তোরাঁর সব কর্মচারীকে আটক

অনলাইন ডেস্ক

ঘটনা পাকিস্তানের লাহোরে। একটি রেস্তোরাঁয় বিনামূল্যে বার্গার দিতে অস্বীকৃতি জানানোয় রেস্তোরাঁটির ১৯ জন কর্মচারীকেই আটক করে নিয়ে গেছে পুলিশ। গত শনিবার (১২ জুন) লাহোরের চেইন ফুড শপ ‘জনি অ্যান্ড জুগনু’তে এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কর্মচারীদের পুলিশ সাত ঘণ্টা আটকে রাখে।

এতে বিপাকে পড়েন রেস্তোরাঁর ক্ষুধার্ত গ্রাহকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, রেস্তোরাঁর কর্মীরা একজন ‘উচ্চপদস্থ বিশেষ অতিথির’ ফ্রিতে বার্গার খাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। তখনই ঘটনার সূত্রপাত হয়।

এক বিবৃতিতে রেস্তোরাঁটি জানায়, আমাদের রেস্তোরাঁয় এমন ঘটনা এটিই প্রথম না।

তবে আমরা চাই এমন ঘটনা আর না ঘটুক।


আরও পড়ুন:


হেফাজত নেতা আজহারুল ইসলাম গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান!

পরীমণিকে বোট ক্লাবে নিয়ে যাওয়া কে সেই অমি?

আবারও চুপি চুপি ‘রোমাঞ্চকর’ ভ্রমণে নুসরাত-যশ


এ বিষয়ে পুলিশ কর্মকর্তা ইনাম গণি টুইটারে জানান, এ ঘটনায় জড়িত নয়জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারোর নেই।

আটককৃতদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানায় রেস্তোরাঁর কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ।

news24bd.tv / নকিব