টাঙ্গাইলে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে গণধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে গণধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার

Other

টাঙ্গাইলের সখীপুরে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন এসপি সঞ্জিত কুমার রায়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মামলাটি লোমহর্ষক এবং চাঞ্চল্য হওয়ায় আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। তারই পরিপ্রেক্ষিতে ডিবি ওসি (দক্ষিণ) মো. সাজ্জাদ হোসেন, মামলা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মির্জাপুর ও নাগরপুর থেকে বাজাইল গ্রামের প্রকাশ সরকারের ছেলে আসামি দীনা সরকার (৩৩) এবং একই এলাকার মৃত নারায়ণ সরকারের ছেলে মন্টু সরকারকে (৩০) গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবদের পর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:


মোংলা হাসপাতালে ১৫টি বেডসহ করোনা সুরক্ষা সামগ্রী দিল ভারতীয় কোম্পানি

লোকালয়ে হাঁস খেতে গিয়ে ধরা ৮ ফুট অজগর

মাত্র ৫ হাজার টাকা পেয়েই হত্যার মিশনে নামে খুনিরা

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২


উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা গ্রামে আদিবাসী কোচ সম্প্রদায়ের এক নারী (৪০) গণধর্ষণের শিকার হন। গুরুতর আহত অবস্থায় ওই  নারীকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

news24bd.tv / তৌহিদ