বিনামূল্যে পুরো বাগেরহাট জেলার করোনা পরীক্ষার দায়িত্ব নিলেন শেখ তন্ময়

বিনামূল্যে পুরো বাগেরহাট জেলার করোনা পরীক্ষার দায়িত্ব নিলেন শেখ তন্ময়

অনলাইন ডেস্ক

নিজ সংসদীয় আসনের পর এবার পুরো বাগেরহাট জেলায় বিনামূল্যে ফোন কলের মাধ্যমে করোনা নমুনা সংগ্রহের ব্যবস্থা করলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় ।  

মঙ্গলবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল প্রাঙ্গনে “হটলাইনে ফোন করি, নমুনা সংগ্রহকারী যাবে আপনার বাড়ি” শ্লোগানে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান। সম্প্রতি এ জেলায় করোনার সংক্রমণ আশঙ্কাজনক বেড়ে যাওয়ায় বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়-এর উদ্যোগে এ কার্যক্রম চালু করা হয়।

করোনা পরীক্ষার ভ্রাম্যমাণ তিনটি গাড়ি বাগেরহাট সদর, কচুয়া, রামপাল, মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় নমুনা সংগ্রহ করবে।

প্রতিদিন তিনশ জনের নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে এই টিমের। এছাড়া প্রত্যেকটি গাড়ির হটলাইন নম্বর রয়েছে। যেকোনো নম্বরে ফোন দিলে নমুনা সংগ্রহকারী বাড়িতে পৌছে যাবে এবং নমুনা সংগ্র্রহ করে পরীক্ষার রিপোর্ট জানিয়ে দিবে। হটলাইন নম্বর- ০১৯২০-৯২২২২৯ ও ০১৪০০-৩০৫৪০৫।

এ সময় পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, করোনার শুরুতে গত বছর এমপি শেখ তন্ময়-এর উদ্যোগে বাগেরহাটে "ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার" সেবা কার্যক্রম শুরু হয়।

news24bd.tv/আলী