বিড়াল তুমি কার, জানা যাবে কাল

বিড়াল তুমি কার, জানা যাবে কাল

অনলাইন ডেস্ক

অনেকেই শখ করে বিড়াল পোষেন। বিড়াল নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তেই অদ্ভুত অনেক কাণ্ড ঘটে। এমনই এক কাণ্ড ঘটেছে এবার বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এক বিড়াল কিন্তু মালিক দুজন।

অবশেষে বিড়ালের মালিকানার বিচার শেষ পর্যন্ত গড়াল থানা পুলিশ পর্যন্ত।

জানা গেছে,রাজধানীর শাজাহানপুরের মনিরা নামে এক নারী তার পছন্দের বিড়াল মিরপুর ডিওএইচএস এলাকার আরেকজন নারীর কাছে লালন পালনের জন্য দিয়েছিলেন। কিন্তু এখন বিড়ালটি চাইতে গেলে দুই জনের মধ্যে বাক-বিতণ্ডের সৃষ্টি হয়েছে।

এদিকে মনিরা বিড়ালের মালিকানা দাবি করে পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের ভিত্তিতে মিরপুর ডিওএইচএস পরিষদসহ দুই নারীকে নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুন) মিমাংসায় বসবেন পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।

তিনি বলেন, বিড়ালের মালিকানা দাবি করে দুই দিন আগে একজন নারী থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, তার একটি বিড়াল মিরপুর ডিওএসএইচ এলাকার বাসিন্দা এক নারীর কাছে আছে। কিন্তু ওই নারী বিড়ালটি তাকে দিতে চাচ্ছেন না।

এসআই শরিফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার (১৬ জুন) ডিওএসএইচ এলাকায় গিয়েছিলাম কিন্তু ওই নারীকে পাওয়া যায়নি। আগামীকাল বৃহস্পতিবার ডিওএসএইচ পরিষদসহ দুই নারীকে নিয়ে একটা সিদ্ধান্তের জন্য বসা হবে। সিদ্ধান্তের পরে বলা যাবে বিড়ালটি কার কাছে থাকবে।

news24bd.tv/আলী