বাগাতিপাড়ায় ফ্রি এন্টিজেন টেস্টের উদ্বোধন

বাগাতিপাড়ায় ফ্রি এন্টিজেন টেস্টের উদ্বোধন

Other

করোনা ভাইরাস আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য ফ্রি এন্টিজেন টেস্টের উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে বাগাতিপাড়ার সদর ইউনিয়নের নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয় মাঠে এই পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনও প্রিয়াংকা দেবী পাল। আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরিদুজ্জামান, ওসি সিরাজুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান মজিবর রহমান।

পর্যায়ক্রমে বাঁকি চারটি ইউনিয়নেও ফ্রি এন্টিজেন টেস্ট করা হবে বলে জানা যায়। নমুনা সংগ্রহ করছেন মেডিকেল এমটি ল্যাব রবিউল ইসলাম এবং সেচ্ছাসেবী এমটি ল্যাব টুম্পা ঘোষ। ওই দিন সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মোট ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়।

উলে­খ্য, বাগাতিপাড়া হাসপাতালে নমুনা পরীক্ষায় গত এক সপ্তাহে ৩৬ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

আরও পড়ুন


পুলিশের শূন্য পদে শিগগিরই জনবল নিয়োগ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ১২ কোটি মানুষেরই জন্মতারিখ ঠিক নেই: ডা. জাফরুল্লাহ

অপহরণকাণ্ডে কারাগারে হুইপ সামশু’র অনুসারী মীর কাসেম

অবৈধ সুদের কারবারকে বৈধতা দিতে ব্যস্ত কর্মকর্তারা, দায়সারা তদন্ত প্রতিবেদন


news24bd.tv / কামরুল