ফিনল্যান্ডকে হারিয়ে ৮ বছর পর জয়ের দেখা পেল রাশিয়া

ফিনল্যান্ডকে হারিয়ে ৮ বছর পর জয়ের দেখা পেল রাশিয়া

অনলাইন ডেস্ক

ফিনল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ইউরোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে রাশিয়া। এই জয়ে ইউরোতে ৮ বছর পর কোন ম্যাচ জিতলো রাশিয়া।

বুধবার প্রথমার্ধের শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আলেকসেই মিরানচুক ফিনল্যান্ডের ডি বক্সের ডান প্রান্ত দিয়ে ঢুকে বাঁ পায়ের বাকানো শটে পরাস্ত করেন ফিনিশ গোলকিপার লুকাস হ্রাদেকিকে। ইনজুরি টাইমে করা মিরানচুকের দুর্দান্ত এই গোলটিই অবশেষে রাশিয়াকে জয় এনে দেয়।

বলের দখল, গোলমুখে শট, পাসের সংখ্যা- সবদিকেই যোগ্য দল হিসেবে জিতেছে স্তানিস্লাভ চেরচেসভের শিষ্যরা। যদিও নিজেদের জয়কে আরও সহজ করা ও ব্যবধান বাড়ানোর অনেক সুযোগ পেয়েছিল রাশিয়া। ম্যাচের ৩২ মিনিটে ডালার কুযায়েভের শট দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক লুকাস হ্রাদেকি। এ ছাড়া রাশান তালিসম্যান আরদেম জিউবার শট গিয়ে বারে লাগলে ন্যূনতম ব্যবধানেই ম্যাচ জেতে রাশিয়া।


আরও পড়ুনঃ

আবু ত্ব-হা আদনানকে খুঁজে দিতে জাতীয় দলের ক্রিকেটার শুভর আহ্বান

গণপূর্ত ভবনে অস্ত্রের মহড়া: সেই আ.লীগ নেতাদের দল থেকে অব্যাহতি

আবারও মিয়ানমারের গ্রামে তাণ্ডব চালিয়েছে সেনাবাহিনী

সুইসদের হারিয়ে সবার আগে শেষ ষোল নিশ্চিত করল ইতালি


তবে বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় ফিনল্যান্ডের স্ট্রাইকার পুক্কি ও পোজানপালোদের।

news24bd.tv / নকিব