ঘুমন্ত স্বামীর ওপর চিনি মেশানো গরম পানি, অতঃপর…

ঘুমন্ত স্বামীর ওপর চিনি মেশানো গরম পানি, অতঃপর…

অনলাইন ডেস্ক

ঝগড়ার পর স্বামীর ওপর চিনি মেশানো ফুটন্ত পানি ঢেলে দেন এক নারী। এতে তার স্বামীর মৃত্যু হয়। এই ঘটনায় ওই নারীকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

২০২০ সালের ১৪ জুলাই ব্রিটেনের চেশায়ারে নেস্টনের হাইফিল্ড রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

৫৯ বছর বয়সী কোরিন্না স্মিথ তার ৮১ বছর বয়সী ঘুমন্ত স্বামী মাইকেল বেইনেসের ওপর ফুটন্ত পানি ঢেলে দিয়েছিলেন।

এতে মাইকেলের শরীর মারাত্মকভাবে পুড়ে যায়। এর পাঁচ সপ্তাহ পর হাসপাতালে মারা যান মাইকেল। চেস্টার ক্রাউন কোর্টের একটি জুরি তাকে দোষী সাব্যস্ত করলেও স্বামীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন স্মিথ।

ক্রাউন প্রোসিকিউশন সার্ভিস (সিপিএস) জানায়, মাঝরাতের কিছুক্ষণ পর দুই কেটলি পানিতে চিনি মিশিয়ে ফোটায় স্মিথ। এরপর সেই পানি বালতি করে মাইকেলের শরীরে ঢেলে দেন তিনি।


আরও পড়ুনঃ

আবু ত্ব-হা আদনানকে খুঁজে দিতে জাতীয় দলের ক্রিকেটার শুভর আহ্বান

গণপূর্ত ভবনে অস্ত্রের মহড়া: সেই আ.লীগ নেতাদের দল থেকে অব্যাহতি

আবারও মিয়ানমারের গ্রামে তাণ্ডব চালিয়েছে সেনাবাহিনী

সুইসদের হারিয়ে সবার আগে শেষ ষোল নিশ্চিত করল ইতালি


ওই সময় মাইকেল ঘুমিয়ে ছিল। ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত পানি ঢেলে দেয়ার পর কাঁদতে কাঁদতে প্রতিবেশীর বাড়িতে ছুটে যান স্মিথ। এসময় তিনি বলেন, আমি তাকে আঘাত করেছি। আমি তাকে মারাত্মকভাবে আঘাত করেছি। আমার মনে হয় আমি তাকে হত্যা করেছি।

news24bd.tv / নকিব