কিশোরগঞ্জে অজানা রোগে পাটগাছ শুকিয়ে যাচ্ছে ফলন বিপর্যয়ে
শঙ্কায় দিশেহারা কৃষক

কিশোরগঞ্জে অজানা রোগে পাটগাছ শুকিয়ে যাচ্ছে ফলন বিপর্যয়ে

Other

কিশোরগঞ্জে বিস্তীর্ণ জমির সবুজ পাটগাছ হঠাৎ করে হলুদ হয়ে মরে যাচ্ছে। কৃষকরা জানান, ধার দেনা করে লাভের আশায় পাটের আবাদ করেছেন তারা। এখন অজানা রোগে পাট গাছ শুকিয়ে যাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় দিশেহারা তারা।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গোজাদিয়া এলাকার বিস্তীর্ণ জমির সবুজ পাটগাছ হঠাৎ করে হলুদ হয়ে মরে যাচ্ছে।

কৃষকরা জানান, চোখের সামনে কষ্টে ফলানো ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ধার দেনা করে লাভের আশায় পাট চাষ করেছেন তারা। এখন পাট গাছ হলুদ হয়ে শুকিয়ে যাওয়ায় তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে।

সংশ্লিস্টরা বলছেন, যে সব কৃষকরা ভারতীয় ও বাজার থেকে  বীজ কিনে জমিতে লাগিয়েছেন তাদের জমির পাট ক্ষেত ভাইরাসে আক্রান্ত হয়েছে।

তবে এ ভাইরাস নিয়ে উচ্চতর গবেষণা চলছে।  

এ পরিস্থিতি মোকাবেলায় কৃষকদের পাট ক্ষেতে কীটনাশক প্রয়োগ ও ভাল পাটের বীজ সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন পাট গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।   
ড. মোহাম্মদ আশরাফুল আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, কিশোরগঞ্জ।
 
এবার কিশোরগঞ্জে পাটের আবাদ করা হয়েছে ১৬ হাজার হেক্টর জমিতে।  

আরও পড়ুন


পরীমনি কেনো এতো রাতে বোট ক্লাবে যাবে: সোহান (ভিডিও)

ক্লাবে ঢুকে মদ না পেয়ে তারা ভাঙ্গচুড় চালায় : ক্লাব কর্তৃপক্ষ (ভিডিও)

অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করলেন পরীমনি (ভিডিও)

মদ পানে গভীর রাতে যুবক-যুবতী নিয়ে ক্লাবে যেতেন পরীমনি


news24bd.tv / কামরুল