মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক

সিরিয়ার আল-হাসাকা প্রদেশে আমেরিকার আশ-শাদাদি ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

আজ (সোমবার) ভোরে এই হামলা হয়েছে বলে আস-সাবেরিন নিউজ জানিয়েছে।  

মার্কিন বাহিনী আশ-শাদাদি ঘাঁটিটিকে দায়েশ বা আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজেও ব্যবহার করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

আরও পড়ুন:


জম্মু-কাশ্মীরে সংঘর্ষ: লস্কর-ই-তাইয়্যেবার কমান্ডারসহ নিহত ৩

যদি নারী অল্প পোশাক পরে ঘোরে তার প্রভাব পুরুষের উপর পড়তে বাধ্য: ইমরান

পুলিশ বিনা ওয়ারেন্টে সাইফুলকে ধরে বন্দুক ঠেকিয়ে গুলি করে: ফখরুল

২ হাত ও টুকরো করা পা এক নারীর, ধারণা পুলিশের


গতকালও কুর্দিদের কাছে আটক একদল আইএস জঙ্গিকে মুক্ত করে এই ঘাঁটিতে প্রশিক্ষণের জন্য আনা হয়েছে।

প্রশিক্ষণ শেষে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে তাদেরকে কাজে লাগানো হবে।

সিরিয়ায় এখনও কিছু এলাকা দখল করে রেখেছে মার্কিন বাহিনী। তারা আইএসসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা দিচ্ছে।

দখলদার ইসরাইলও একই কাজ করছে। আমেরিকা তেলসহ বিভিন্ন সম্পদ লুটের পাশাপাশি ইসরাইলি স্বার্থও রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ।

news24bd.tv / তৌহিদ