বিসিবিকে মুশফিকের চিঠি

বিসিবিকে মুশফিকের চিঠি

অনলাইন ডেস্ক

করোনার ক্ষতি পোষাতে ম্যাচের বহর নিয়ে এসেছে ২০২১। তাইতো টানা ক্রিকেটের ধকল সামলাতে অনেক ক্রিকেটারই ছুটির পক্ষে। এরই ধারাবাহিকতায় মুশফিকুর রহিম ছুটি চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে খেলতে চান না মুশফিক।

তবে আজ সোমবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করলেন, জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছেন মুশফিক। মুশফিককে ছুটি দিতে বোর্ড ইতিবাচক বলেও জানান তিনি।

আকরাম বলেন, আমরা মুশফিকের চিঠি পেয়েছি এবং ও যে যুক্তি দিয়েছে তা ভালো। এটা নিয়ে আলাপ-আলোচনা করব।

এটা সত্যি- যারা বাংলাদেশের হয়ে সব ম্যাচ খেলে তারা মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত।

কোভিডের জন্য যে মানসিক চাপ যাচ্ছে তা সামলানো কঠিন। অনেকদিন কোয়ারেন্টিনে থাকা, বায়োবাবলে থাকা পরিবার ছেড়ে থাকা কঠিন। এটা আমরা ইতিবাচকভাবে দেখছি। দেখি কী করা যায়। ’ আকরাম জানান, আর কোনো ক্রিকেটার বিসিবিকে ছুটি চেয়ে চিঠি দেননি।


আরও পড়ুনঃ

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

হোটেলে নারী এনে জরিমানার মুখে চিলির ফুটবলাররা

বেবি বাম্পের ছবি দিয়ে নুসরাতের লুকোচুরির ইতি

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির ‘মুজা’র জন্মদিন পালন


news24bd.tv/এমিজান্নাত