তবুও শুভ জন্মদিন, ছফা ভাই!

আহমদ ছফা

তবুও শুভ জন্মদিন, ছফা ভাই!

Other

জন্মদিন বা মৃত্যুদিন একটা উসিলা মাত্র! সেই উসিলায় একবার কইরা তো খেয়াল করাইয়া দেয়া যায়, যে তিনি ছিলেন, প্রবলভাবে ছিলেন, এবং আমাদেরই লোক ছিলেন!

আজকে আহমদ ছফা’র জন্মদিন! কি এক আয়রনি দেখেন, যে মণীষী সারাজীবন বাংলাদেশের রাজনীতি করে গেলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলা চিরকাল তারেই উপেক্ষা করে গেলো, গেছে! অনেক নকল বুদ্ধিজীবী, অনেক শিশুতোষ বুদ্ধিজীবী, অনেক পরগাছা চিন্তাবিদকে এই জাতি চিন্তাকুল শিরোমণির মুকুট পরাইতে দ্বিধা করে নাই! এ থেকে বোঝা যাইতে পারে আমাদের চিন্তার জগতের দশা! 

উনার অনেক জিনিস নিয়াই কথা বলা যাইতে পারে! এই জন্মদিবসে শুধু একটা কথা খেয়াল করাইয়া দেই, বাংলা ভাষার যে রাজনীতি এটা নিয়া উনি যে বাতচিত তুলছেন সেটা হয়তো আমাদের অজান্তেই আমাদেরকে প্রভাবিত কইরা থাকতে পারে! 

যার প্রভাব হয়তো আমার কাজে আমার অলক্ষ্যেই পড়ে থাকতে পারে! ভাষা বিষয়ক ঐতিহাসিক হীণম্মন্যতার গভীর কূপ থেইকা বাইর হইতে একটা প্রজন্মকে বা জাতিকে অণুপ্রাণিত করা সহজ কাজ নহে!  

মরণের পরে আর জন্মদিন শুভ-অশুভের কি আছে জানিনা, তবুও শুভ জন্মদিন, ছফা ভাই!

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

news24bd.tv নাজিম