কেন পরবেন সানগ্লাস?

কেন পরবেন সানগ্লাস?

অনলাইন ডেস্ক

চোখ অনেক সংবেদনশীল একটি অঙ্গ। দীর্ঘমেয়াদী সূর্যের সংস্পর্শে থাকলে চোখের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। তাই চোখকে বাঁচাতে সানগ্লাস পড়া জরুরি।   এটি সূর্যের অতিবেগুনী রশ্মির বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা সরবরাহ করে।

১. চোখের নানা সমস্যা থেকে বাঁচায়
চোখের ছানি এবং গ্লুকোমাসহ চোখের নানা ধরনের সমস্যা থেকে সুরক্ষা দেয় সানগ্লাস। চোখের চারপাশের ত্বক ও চোখের পাতা খুবই সংবেদনশীল। যা সূর্যের আলোয় আরও ক্ষতিড়গ্রস্ত হতে পারে। বড় আকারের সানগ্লাস চোখের পাশাপাশি এর পাতা ও নিচের অংশকেও সুরক্ষিত রাখে।

২. ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা
সূর্যই একমাত্র নয়, যা চোখের ক্ষতি করে। বাইরের ধুলাবালি, বাতাসসহ বিভিন্ন ছোট পোকা চোখে যেতে পারে।   বালির ক্ষুদ্র দানা স্থায়ী ক্ষতি করতে পারে। এসব থেকে রক্ষা পেতে তাই সানগ্লাস ব্যবহার করা জরুরি।

৩. মাথাব্যথা ও মাইগ্রেনের ব্যথা কমাতে
সূর্যের তাপ মাইগ্রেন এবং মাথাব্যথার কারণ হতে পারে। বাইরে বের হওয়ার সময় নিয়মিত সানগ্লাস পরলে এই সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে। অনেকেই রোদে ঠিকমতো তাকাতে পারেন না কিংবা রোদে বের হলেই মাথাব্যথা করে। তাদের উচিত রোদে বের হলেই সানগ্লাস পরা।

news24bd.tv/এমিজান্নাত 

এই রকম আরও টপিক