অভিবাসী বোঝাই নৌকায় লিবিয়ান কোস্টগার্ডের গুলি (ভিডিও)

অভিবাসী বোঝাই নৌকায় লিবিয়ান কোস্টগার্ডের গুলি (ভিডিও)

অনলাইন ডেস্ক

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় অভিবাসী বোঝাই একটি নৌকায় গুলি করার অভিযোগ উঠেছে লিবিয়ার কোস্টগার্ডের বিরুদ্ধে। জার্মানির বেসরকারি সমুদ্র পথ পর্যবেক্ষকের সদস্যরা বিমান থেকে এই ঘটনার ভিডিওটি ধারণ করে। খবর আল-জাজিরার।

ভিডিও করা ফুটেজটিতে দেখা যায়, নীল রঙের কাঠের এক ছোট ইঞ্জিনের নৌকায় কমপক্ষে দুই ডজন অভিবাসী সাগর পথে ইউরোপে যাওয়ার সময় লিবিয়ার কোস্টগার্ডরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে।

ওই সময় নৌকাটি তাদের হাত থেকে বাঁচতে দ্রুত পালাতে চেষ্টা করে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বুধবার গ্রুপটির প্রকাশিত ভিডিওটিতে ফেলিক্স ওইয়েস নামক একজনের বরাত দিয়ে বলা হয়েছে, ‘যারা শরণার্থীদের ওপর গুলি ছুড়ছিল এবং তাদের নৌকাকে বাধা দিতে চেষ্টা করছিল তারা সেখানে শরণার্থীদের বাঁচানোর জন্য যায়নি। ’


আরও পড়ুন:

থানা থেকে গৃহবধু ধর্ষণকারীকে ছাড়িয়ে নেয় ছাত্রলীগ নেতা, ৭ দিন পর ফের গ্রেপ্তার

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আজও ১৭ জনের মৃত্যু

অরূপ সৌন্দর্যে ঘেরা এই দ্বীপ ভ্রমণে লাগবে না কোয়ারেন্টাইন

আশ্রয়ণ প্রকল্প: চলছে আমলাতন্ত্রের দৌরাত্ম্য ও লুটপাট


‘ইউরোপীয় ইউনিয়নের উচিত দ্রুত তথাকথিত লিবিয়ান কোস্ট গার্ডের সঙ্গে সহযোগিতার অবসান করা’, বিবৃতিতে দাবি করে গ্রুপটি।

news24bd.tv / নকিব