ফের আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ

ফের আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ

অনলাইন ডেস্ক

আবারো রশিদ খানকেই করা হলো আফগানদের টি-টোয়েন্টি দলে অধিনায়ক। আজ এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই সঙ্গে রশিদ খানের সহকারী হিসেবে নাজিবউল্লাহ জাদরানের নাম ঘোষণা করা হয়েছে।   

গত মে মাসে আসগর আফগানকে তিন সংস্করণের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় এসিবি।

এরপর বাঁহাতি ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদিকে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ওই সময় টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন:


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের যে কথা হলো

করোনায় দেশের অবস্থা খুবই খারাপ: প্রধান বিচারপতি

কার হাতে উঠতে যাচ্ছে শিরোপা

খুলনায় একদিনে ৪০ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড


আফগানদের নেতৃত্বে রশিদ খান এর আগেও ছিলেন। ২০১৯ বিশ্বকাপের আগে আফগানিস্তানের নেতৃত্বের পালাবদলে টি-টোয়েন্টির দায়িত্ব পান তিনি।

দুই মাস পর তাকে তিন সংস্করণেই অধিনায়ক করা হয়। কিন্তু তার নেতৃত্বে আফগানরা ১০ ম্যাচের ৭টিতে জিতলেও আট মাস পর তাকে সরয়ে দেওয়া হয়।

news24bd.tv নাজিম