ফরিদপুরে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

ফরিদপুরে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

Other

ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ১০ জন এবং উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়।

যা একদিনে ফরিদপুর জেলায় রেকর্ড সংখ্যক রোগীর মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ৩৫৬টি নমুনা পরীক্ষা করে ১৬৮টি রিপোর্ট পজেটিভ এসেছে।

আক্রান্তের হার ৪৭ দশমিক ১৯ শতাংশ। ফরিদপুর জেলায় গত পাঁচদিনে ৭১ জনের মৃত্যু হয়েছে।

তাছাড়া জেলায় ককরোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে হাসপাতালে ৩৭৫ জন রোগী ভর্তি রয়েছে।

আরও পড়ুন


কোরবানির হাট মাতাবেন সাতক্ষীরার ‘নবাব’

কানাডায় করোনার গতি কমায় ভ্রমণে বিধিতে পরিবর্তন

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে রেকর্ড মৃত্যু, শনাক্তের হার ৬৫.৮২

খুলনার চার হাসপাতালে মৃত্যু কিছুটা কমেছে


এদিকে, লকডাউনের ১০ দিনে ফরিদপুরের বিভিন্ন স্থানে যানচলাচল বেড়েছে আগের তুলনায় অনেক বেশী। শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও শহরের বাইরে বেশীর ভাগ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। হাট বাজারগুলোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্য বিধি মানার কোন বালাই ছিল না কারো মধ্যেই।

news24bd.tv এসএম