চীনে হোটেল ধসে গিয়ে ৮ জনের মৃত্যু

চীনে হোটেল ধসে গিয়ে ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

চীনে হোটেল ধসের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে

বেইজিং - কর্তৃপক্ষ বলছে পূর্ব চীনের সুজহু শহরে একটি হোটেল ধসে কমপক্ষে আটজন লোক মারা গেছে এবং নয়জন নিখোঁজ রয়েছে।

সোমবার বিকেলে হোটেল ভবনটি ধসে পড়েছে বলে সুজহু সরকার জানিয়েছে।

এ সময় ভবনের বেশিরভাগ লোক হোটেল অতিথি ছিলেন।

উদ্ধারকর্মীরা বেঁচে থাকা লোকদের অনুসন্ধানের জন্য ক্রেন, মই, ধাতু কর্তনকারী এবং অনুসন্ধান কুকুর ব্যবহার করেছিল।

আটশো জন আটকা পড়েছিল। ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

এই অভিযানের জন্য ভূমিকম্প উদ্ধারকারী দল ও ১২০ টি গাড়ি সহ 600০০ জনের বেশি মানুষকে জড়ো করা হয়েছে। সুঝহু শহরটি সাংহাইয়ের নিকটে জিয়াংসু প্রদেশে।

আরও পড়ুন

মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না

মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি রান্না নিয়ে ভিন্ন চমক আনলেন যে নারী

কোনাবাড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় ত্রাণ সহায়তা ও সেনা টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনা প্রধান

news24bd.tv/এমিজান্নাত

 

এই রকম আরও টপিক