৪ হাজার দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাল বসুন্ধরা গ্রুপ

৪ হাজার দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাল বসুন্ধরা গ্রুপ

অনলাইন ডেস্ক

চলমান লকডাউনে ত্রাণ সহায়তা দিয়ে দিনাজপুরের ১৩ উপজেলায় গত চার দিন ধরে চার হাজার অসহায়, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাল বসুন্ধরা গ্রুপ।

এ ত্রাণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগীরা। বসুন্ধরা গ্রুপের উত্তরত্তোর মঙ্গল কামনা করেন তারা।

বসুন্ধরা গ্রুপের ত্রাণ পাওয়াদের একজন রহিম উদ্দিন বলেন, বসুন্ধরা গ্রুপ হামাক খাবার দাবার দিল খুব উপকার হইল।

হাকিমপুরের সাইফুল ইসলাম নামে এক বৃদ্ধ বলেন, কোনো কাম কাইজ নাই। তোমার ত্রাণ পায় খুব উপকার হইলো। নবাবগঞ্জে হাশেম আলী বলেন, হামার বয়স হইছে। কাম করবা পারু না।
একটা ছুয়া আছে হোটোলত কাম করে। হামারে পয়সা দেয় না। হামি সাহায্য চাইয়ে খাই। এলা ত্রাণ হামাক আগে কেউ দেয় নাই। তোমরা ভালো থাকেন।

বৃদ্ধ গৌরবালার নিঃসঙ্গ জীবনে স্বামী, ছেলে-মেয়ে নেই। ভিক্ষাবৃত্তি করে জীবনের শেষ সময়টা পার করছেন।

বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেয়ে গৌরবালা বলেন, ‘মোর বাড়ি ঘর কিছু নাই। মানুষের দ্বারে দ্বারে বেড়াও খাই, বাবা। তোমরা হামাক চাল-ডাল দিলা। ওটায় হামি অনেক দিন খামু বাবা। ’ বিরামপুরে দৃষ্টিপ্রতিবন্ধী আবদুর রহমান বলেন, ‘আমার ছোট ছেলে রাজমিস্ত্রির কাজ করে। কাজকাম থাকলে সংসার চলে। না থাকলে খুব কষ্টে দিন যায়। বসুন্ধরা গ্রুপের দেওয়া এই ত্রাণ আমার খুব উপকার হয়েছে। ’ বিরামপুরের জাকিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছেন। স্ত্রীসহ মা ও দুই মেয়ে নিয়ে কষ্টে আছেন তিনি। বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেয়ে বলেন, ‘ভাই-বোন ছাড়া কেউ হামার সাহায্য করছু না। আজ তুমরা এলা খাবার দিলা। তোমার জন্য দোয়া করছু। ’

সোমবার বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে জেলার বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার ১ হাজার ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সময় ত্রাণগ্রহীতারা এমন অভিমত ব্যক্ত করেন।

ঘোড়াঘাটে ত্রাণসামগ্রী বিতরণ করেন ইউএনও রাফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আবদুস সাত্তার মিলনসহ অন্যরা। হাকিমপুরে ত্রাণ বিতরণকালে উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ বলেন, করোনার মধ্যে এতদূর থেকে দিনাজপুর জেলায় ত্রাণ সহায়তা দেওয়ায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও মোহাম্মদ নূরে আলম, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজি, হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক প্রমুখ।

নবাবগঞ্জে দুঃস্থদের হাতে ত্রাণ তুলে দেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। এ সময় তিনিও বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান। উপস্থিত ছিলেন, ইউএনও অনিমেষ সোম, নবাবগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল কাদির প্রমুখ।

বিরামপুরে ত্রাণ বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু বসুন্ধরা গ্রুপ যেন তাদের মানবিক হাতটা সমাজের অসহায় মানুষের মাঝে আরও বাড়িয়ে দেওয়ার প্রত্যাশা করেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরমান হোসেন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন, শুভসংঘের দিনাজপুর জেলা শাখার সভাপতি রাসেল ইসলাম, সহসভাপতি জাকেনুর বাবু, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন:


গাজীপুরে বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ

ডিম ফুটে একে একে বেরিয়ে এল ২৮ অজগরের বাচ্চা

লকডাউন শিথিলের আগের দিন ঝরল দুই শতাধিক প্রাণ


news24bd.tv / তৌহিদ