ঈদের আগে ব্যাংকের সব শাখা খোলা থাকবে ২ দিন

ঈদের আগে ব্যাংকের সব শাখা খোলা থাকবে ২ দিন

অনলাইন ডেস্ক

ঈদের আগে ব্যাংকের সব শাখা খোলা থাকবে ২ দিন। এই দিনগুলোতে গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবে বিকাল ৪টা পর্যন্ত। তবে শিল্পাঞ্চলগুলোতে অতিরিক্ত ২ দিন ব্যাংক খোলা থাকবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন ব্যাংক বন্ধ থাকবে।   ঈদের আগে ২ দিন অর্থাৎ ১৮ এবং ১৯ জুলাই সব পর্যায়ের গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবে।   এই দুইদিন লেনদেন সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি কঠোরভাবে পরিপালনপূর্বক ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকাল ৬টা পর্যন্ত।

আরও পড়ুন:


অনন্য মাইলফলক স্পর্শ করলেন টেইলর

যিনি মাস্ক পরেননি তার কাছ থেকে পশু ক্রয়-বিক্রয় নয়: আতিক

টেকনাফে হাসেম বাহিনীর প্রধান হাসিমুল্লাহ বন্দুকযুদ্ধে নিহত

সতর্কতার পরেও ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ


এদিকে, শুধুমাত্র শিল্পাঞ্চলে বেতন ভাতা পরিশোধের সুবিধার্থে অতিরিক্ত ২ দিন অর্থাৎ শনিবার (১৭ জুলাই) এবং সোমবার (২০ জুলাই) ব্যাংকের শাখা খোলা থাকবে। শিল্পাঞ্চলে খোলা থাকা ব্যাংকের শাখাগুলোতে সকাল ১০ টাকা থেকে বেলা ২ টা পর্যন্ত লেনদেন চলবে।

news24bd.tv নাজিম