করোনায় সাবেক এমপি খুররম খানের মৃত্যু

করোনায় সাবেক এমপি খুররম খানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক খুররম খান চৌধুরী মারা গেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলে যুক্তরাষ্ট্রে এবং মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন।

তারা দেশে আসার পর তার লাশ দাফন করা হবে। তার আগ পর্যন্ত মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রিন্স জানান, করোনায় আক্রান্ত হয়ে খুররম খান বেশ কিছু দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে দলের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন:


পাটুরিয়ায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

২৩ জুলাই থেকে কঠিন লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আনুশকার দেহরক্ষীর বেতন কত?

দক্ষিণ আফ্রিকায় সহিংসতা ও লুটপাট পূর্বপরিকল্পিত: প্রেসিডেন্ট


খুররম খান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়কও ছিলেন। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে তিনি পর্যায়ক্রমে চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন।

news24bd.tv নাজিম