২৪ ঘন্টায় কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু

২৪ ঘন্টায় কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু

Other

গত ২৪ ঘন্টায় কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে আরো ১২ জনের মৃত্যু হয়েছে।  

হাসপাতালের তত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, ১৯ জুলাই রোববার সকাল ৮টা থেকে আজ ২০ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে। মৃতদের ৯ জন করোনা পজিটিভ এবং ৩ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।  

তিনি বলেন, হাসপাতালে এখন করোনা পজিটিভ ১৮১ জন আর উপর্সগ নিয়ে ৭১ জন মোট ২৫২ চিকিৎসা নিচ্ছেন।

 

জেলা প্রশাসনের হিসেবে, ২৪ ঘন্টায় ১২৫৪ টি নমুনা পরীক্ষায় ৪২১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩.৩৬ শতাংশ। এসময়ে আরোগ্য লাভ করেছেন ১৪৭ জন।  

এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৪৩২ জনের মৃত্যু হলো।

এর বাইরেও প্রতিদিন করোনার উপসর্গ নিয়েও মানুষের মৃত্যু হচ্ছে।  

ঈদকে সামনে নিয়ে রাজধানী ঢাকা থেকে জেলার মানুষ বাড়িতে আসতে শুরু করেছেন। শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও গরু-ছাগলের হাটে ভীড় বাড়ছে। শহরেরি কিছু মানুষ ও গ্রামের অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।

বিশেষজ্ঞরা বলছেন, আগামীতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে।  

আরও পড়ুন:


কোরবানির পশু জবাইয়ের নিয়ম ও দোয়া

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

১০ হাজার ৭০০ কোটি টাকা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

করোনার টিকা নেয়ার ক্ষেত্রে নতুন বয়সসীমা নির্ধারণ

কঠোর বিধিনিষেধের নতুন প্রজ্ঞাপনে যা থাকছে

ঢাকা ছেড়েছেন ২৬ লাখ মানুষ


news24bd.tv / কামরুল