বরিশালে ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু

বরিশালে ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু

Other

টানা ১ মাস পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪০ ভাগের নিচে নেমেছে। তবে মেডিকেলের করোনা ওয়ার্ডে আবারও রোগী ভর্তি ৩শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে।   

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গতকাল সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৯৪ জন রোগী।

আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন রোগী। এই সময়ের মধ্যে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ২২ জন পজেটিভ সহ ৪৬ জন রোগী ভর্তি হয়েছে।  

২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছে ২২ জন মুমূর্ষ রোগী। আরও অন্তত ৩০ জন মূমূর্ষ রোগী রয়েছেন আইসিইউ’র অপেক্ষায়।

গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ জন পজেটিভ সহ ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে।  

আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩০৫ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৫ জনের।  

গত ২৪ ঘন্টায় ১৩ জন সহ এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯৩৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫৪ জনের করোনা ছিল পজেটিভ।  

আরও পড়ুন:


কোরবানির পশু জবাইয়ের নিয়ম ও দোয়া

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

১০ হাজার ৭০০ কোটি টাকা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

করোনার টিকা নেয়ার ক্ষেত্রে নতুন বয়সসীমা নির্ধারণ

কঠোর বিধিনিষেধের নতুন প্রজ্ঞাপনে যা থাকছে

ঢাকা ছেড়েছেন ২৬ লাখ মানুষ


news24bd.tv / কামরুল