কোরবানী করুন, মাংস খান-বিলান, বাড়াবাড়ি করবেন না

গুলজার হোসাইন উজ্জ্বল

কোরবানী করুন, মাংস খান-বিলান, বাড়াবাড়ি করবেন না

Other

অনেকের কাছেই কোরবানী একটি উৎসব। এক্টিভিটিজ দেখে সেরকমই মনে হয়।  

আমি ব্যক্তিগতভাবে মিট লাভার। মাংস খেতে পছন্দ করি।

প্রকৃতির খাদ্যশৃংখলে আমি উচ্চস্তরে অবস্থান করি, তাই গরু খাসি হত্যা করে আমি তাদের মাংস খাই।  

আমার এই মাংস খাওয়া নেহাতই আমার প্রয়োজন মেটাতে। প্রয়োজনের বাইরে বেশি খাওয়াকে আমি ডিসকারেজ করি।  

যদি ধর্মীয় দিক থেকেও চিন্তা করেন আমি যদ্দুর বুঝি এটা এক প্রকারের ডিভোশন, এক প্রকারের ইবাদত।

এর একটা নিজস্ব ভাষা আছে। আপনারা যেভাবে এই কোরবানীকে এক্সপোজ করেন, পশু কোরবানী নিয়ে যে ধরণের আনন্দ উৎসব করেন কোরবানীর রিলিজিয়াস স্পিরিটটাও সেটা না।  

আরও পড়ুন:


যেভাবে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন

কোরবানির পশু জবাইয়ের নিয়ম ও দোয়া

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

সুনামগঞ্জে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে মা-মেয়ে নিহত


হাজীরা কাবায় গিয়ে কাজটি করত তার ধর্মীয় কর্তব্য হিসেবে। রিচুয়াল হিসেবেও এর বিশেষ মর্যাদা ও গাম্ভীর্য আছে। সেটুকু মাথায় রেখে কোরবানী করুন। মাংস খান। অন্যকে বিলান। বাড়াবাড়ি করবেন না। It looks Odd (উট লুকস ওড).

লেখাটি গুলজার হোসাইন উজ্জ্বল​-এর ফেসবুক থেকে নেওয়া। (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক