ভারতে সংক্রমণ আরও বাড়ল

ভারতে সংক্রমণ আরও বাড়ল

অনলাইন ডেস্ক

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ গত ২৪ ঘণ্টায় আরও বেড়েছে। দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৫ জন, সে হিসাবে আক্রান্তের হার ৪০ শতাংশ বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। দেশটির গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।


আরও পড়ুন

ভারতে অ্যান্টিবডি বাড়ছে

ঝামেলা এড়াতে বাসার পাশেই কোরবানি

স্বামী পর্ন ছবি তৈরির মামলায় গ্রেপ্তার, শিল্পা শেঠির শুটিং বাতিল

আজ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই


এখন পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা  ৩ কোটি ১২ লাখ ১৬ হাজার ৩৩৭ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ বুধবার এক পরিসংখ্যানে জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯৮ জনের। কিন্তু গত কয়েকদিন ধরেই দৈনিক মৃত্যু ছিল পাঁচশোর কাছাকাছি।

গত দুই দিন তা ৫০০-র নিচে নেমেছিল।

করোনা শনাক্তের তালিকায় এখনও দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। যদিও ভারতে করোনাভাইরাসে গতকাল মঙ্গলবার ১২৫ দিনের মধ্যে দৈনিক সংক্রমণ সর্বনিম্ন ছিল।

news24bd.tv/এমিজান্নাত