ঠাকুরগাঁওে ঈদের দিন পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ঠাকুরগাঁওে ঈদের দিন পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Other

ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহার আনন্দ বিষাদে পরিণত হয়েছে ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় ১ নং গেদুরা ইউনিয়ন পরিষদের মেদনিসাগর গ্রামে।

বুধবার বিকেলে গ্রামে আপন দুই বোন বাড়ির পাশে ডোবার পানিতে গোসল করতে গেলে ঐ ডোবার পানিতে মৃত্যু বরণ করে।

তারা হলো, শিমু (০৯) ও জান্নাতুন (০৪)। তারা ওই গ্রামের শাহাবুল আলম (জাম্বু’)র মেয়ে।

এমন ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

দু'টি শিশুর মৃত্যুর বিষয়ে জিজ্ঞেস করা হলে, হরিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুরের খাওয়া শেষে শিমু ও জান্নাতুন বাড়ি থেকে খেলতে বের হয়। দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়।

এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের লাশ ভাসতে দেখে এলাকার লোকজন লাশ উদ্ধার করে।

আরও পড়ুন:


হজে প্রথমবারের মতো নিরাপত্তার দায়িত্বে সৌদি নারী সেনা

ফরজ গোসল অবহেলার শাস্তি

আমেরিকাকে প্রতিহত করতেই রাশিয়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে: পেসকভ

৫০ হাজার টাকা বেতনে লোক নেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি


news24bd.tv / কামরুল