নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

Other

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় দুই সহোদর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে মধইল থেকে নজিপুর যাওয়ার পথে পত্নীতলা ইউনিয়নের জলকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৬)।  

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য আজ শনিবার সকালে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র ছেলে অলিত চন্দ্র ও সুভাষ চন্দ্র দুই ভাই। মোটরসাইকেলযোগে মধইল থেকে নজিপুর আসার পথে পত্নীতলা ইউনিয়নের জলকার মোড়ে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অলিত চন্দ্র নিহত হন।

আরও পড়ুন:

আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি

মুম্বাই পুলিশের জেরার মুখে শিল্পা

ভারতের মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১২

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল পচেত্তিনোর

স্থানীয়রা ছোট ভাই সুভাষকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম শাহ্ বলেন, পত্নীতলা ইউনিয়নের জলকার মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন নিহত হন। তিনি আরও জানান, রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

news24bd.tv রিমু