দেশে এসে পৌঁছেছে এস্ট্রোজেনেকার আড়াই লাখ টিকা

দেশে এসে পৌঁছেছে এস্ট্রোজেনেকার আড়াই লাখ টিকা

অনলাইন ডেস্ক

তিন মাস বন্ধ থাকার পর অবশেষে জাপান থেকে অক্সফোর্ড এস্ট্রোজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা এসে পৌঁছেছে। শনিবার  বিকেলে টিকা বহনকারী  ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আনুষ্ঠানিকভাবে সেগুলো রিসিভ করেন পররাষ্ট্র মন্ত্রী, সাস্থ্যমন্ত্রীসহ  সংশ্লিষ্ট বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা।

ভারত থেকে টিকা আমদানী বন্ধ থাকায় যারা দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন তারা এখন এই টিকা পাবেন।

জাপান রাষ্ট্রদূত নাইকি ইতো বলেন, এটি জাপান- বাংলাদেশের বন্ধুত্ব ও সম্প্রতির প্রচিফলক, আগামি মাসেই বাকি টিকা সরবরাহের প্রত্যাশা করি।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, জাপান আমাদের পুরোনো বন্ধু, আমরা সৌভাগ্যবান যে জাপানের কাছ থেকে  এই টিকা পেয়েছি, সবমিলিয়ে ৩০ লাখের উপরে এস্ট্রোজেনেকার টিকা দেবে জাপান।


আরও পড়ুন:

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল পচেত্তিনোর

মুখ্যমন্ত্রীকে গরুর মাংস উপহারের ইচ্ছা পোষণ, নারী গ্রেপ্তার

হাইতি প্রেসিডেন্টের সৎকার অনুষ্ঠান থেকে পালিয়েছে মার্কিন প্রতিনিধিদল

মাছের ড্রামে যারা ঢাকা যাচ্ছে, তাদের নিয়ে ট্রল করাটা ঠিক হচ্ছে না


তিনি আরও বলেন, এতো টিকা পেলেও আমাদের যৌথ উৎপাদনের কোন বিকল্প নেই, সেকারণেই আমরা শিগগির যৌথ উৎপাদনে যাবো, তখন আর আমাদের টিকার সংকট থাকবে না।

news24bd.tv/ নকিব