ইরান এবং কিউবার যৌথ টিকা হবে বিশ্বের অন্যতম সফল টিকা: নামাকি

ইরান এবং কিউবার যৌথ টিকা হবে বিশ্বের অন্যতম সফল টিকা: নামাকি

অনলাইন ডেস্ক

ইরান এবং কিউবার যৌথভাবে তৈরি করোনাভাইরাসের টিকা বিশ্বের অন্যতম সফল টিকা হিসেবে বিবেচিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি।

স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি কিউবার করোনা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান 'ফিনলে'র প্রধান ভিসেন্তে ভারেসের সঙ্গে সাক্ষাতের সুবাদে সাংবাদিকদের বলেন, আমাদের মনে হচ্ছে ভবিষ্যতে করোনা ভাইরাসের এমন মারাত্মক মিউটেশন বা ভ্যরিয়েশন ঘটবে যে কোনো ভ্যরিয়েন্টই চীনের উহান শহর থেকে সৃষ্ট করোনার মতো হবে না।   


আরও পড়ুন:

প্রতিবন্ধী শিশু পাপের ফল: এই বার্তার জন্যই সরিয়ে ফেলা হলো নিশো-মেহজাবীনের নাটক

অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ ট্রেন দেশে এসেছে

বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ

মানহানি মামলা লইয়া দেশে এক প্রকার নৈরাজ্য চলিতেছে


নামাকি বলেন, বিশ্বের গবেষণা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে ইরান এবং কিউবার বিজ্ঞানীদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যে তারা যেসব ভ্যক্সিন বা টিকা প্রস্তুত করবে সেগুলো যেনো বর্তমানে তৈরি করা টিকার মতো না হয়। এছাড়া ইরানে সবার জন্য  টিকার কার্যক্রম খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: পার্সটুডে

news24bd.tv/এমিজান্নাত

এই রকম আরও টপিক