ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরল শ্রীলংকা
দ্বিতীয় টি-টোয়েন্টিতে

ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরল শ্রীলংকা

অনলাইন ডেস্ক

সফরকারী ভারতকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কলম্বোয় সমতা ফিরেছে স্বাগতিক শ্রীলংকা।  

টস হেরে ব্যাট করতে নেমে ভারত খুব বেশি রান তুলতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান করে তারা।  

মিডল অর্ডারে শক্তি হারিয়ে ফেলা ভারত এই রান তুলতে পারে প্রথম তিন ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান ও দেবদূত পাড়িক্কালের তিনটি ইনিংসে।

 

সর্বোচ্চ ৪০ রান করেছেন ধাওয়ান। এই রান তিনি করেছেন ৪২ বলে ৫টি চারে। একটি করে ছয় ও চারে ২৩ বলে ২৯ রান করেছেন পাড়িক্কাল। আর একটি চারে ১৮ বলে ২১ রান গায়কোয়াড়ের।

শ্রীলংকার পক্ষে আকিলা ধনঞ্জয়া দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট শিকার করেন দুশমন্থ চামিরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা।

ভারতের একাদশে বোলার ছিলেন ৬ জন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলংকা রানের চাকা প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিয়ে যেতে পারেনি। ভালো শুরুর পর ৩১ বলে ৩৬ রান করে বিদায় নেন মিনোদ ভানুকা।

কেউই যখন থিতু হতে পারছিলেন না, তখন দলের হাল ধরেন ধনঞ্জয়া ডি সিলভা। ১০৫ রানে ৬ উইকেট পড়ার পর ক্রিজে আসেন চামিকা করুনারত্নে। ধনঞ্জয়ার সমর্থনে তিনি চড়াও হন ভারতের বোলারদের ওপর।  

শেষপর্যন্ত ধনঞ্জয়ার ৩৪ বলে ৪০ ও চামিকার ৬ বলে ১২ রানের দুই অপরাজিত ইনিংসে ভর করে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লংকানরা।

আরও পড়ুন:


সম্পাদক পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন নঈম নিজাম

করোনায় ঝালকাঠির আদালতের বিচারকের মৃত্যু!

আগস্ট মাসের দুই দিন বন্ধ থাকবে ব্যাংক

২৯ জুলাই: ইতিহাসে আজকের এই দিনে


news24bd.tv / কামরুল