২৩ টাকার চামচ ২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি!

২৩ টাকার চামচ ২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি!

অনলাইন ডেস্ক

লন্ডনে ‘কার বুট সেলস’ বা ঘরের আসবাবপত্র বিক্রির বাজার খুবই পরিচিত। সেরকম এক বাজারেই ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখ আটকে যায় একটি চামচে। মাত্র ২০ পেন্স (বাংলাদেশি মুদ্রায় যা এখন প্রায় ২৩ টাকা) দিয়ে সঙ্গে সঙ্গেই সেই চামচ কিনে নিয়েছিলেন তিনি। তার পর সেটি নিলামে ২ হাজার ৩৭৫ পাউন্ডে (প্রায় ২ লাখ ৮০ হাজার টাকায়) বেচলেন তিনি।

একটি দোকানের সামনে এসে তার চোখ পড়ে ওই চামচে। দেখেই তিনি বুঝতে পারেন এটি কোন সাধারণ চামচ নয়। মাত্র ২০ পেন্সের বিনিময়ে চামচটি কিনে আনেন তিনি। পরে বিশেষজ্ঞরা চামচটি ভাল করে নেড়েচেড়ে তাকে জানান, তিনি যা ভেবেছিলেন, ঠিক তাই।

ত্রয়োদশ শতাব্দীর চামচ সেটি।

আরও পড়ুন:

বাংলাদেশসহ চার দেশে দুবাইগামী ফ্লাইট বন্ধ ৭ আগস্ট পর্যন্ত

চীন ও অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুশিয়ারি

করোনা বিধিনিষেধ শিথিল করে বিপাকে যুক্তরাজ্য

সেনাবাহিনীতে বিভিন্ন বেসামরিক পদে ছয় শতাধিক নিয়োগ


সমারসেটের লরেন্স নিলাম কোম্পানিতে চামচটি নিলামে তোলেন তিনি। নিলামের আগে দাম রাখা হয় ৫০০ পাউন্ড। নিলামে উঠতেই তা গিয়ে ঠেকে ২ হাজার ৩৭৫ পাউন্ডে, বাংলাদেশি টাকায় যা প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

লরেন্স নিলাম কোম্পানির এক কর্তা অ্যালেক্স বুচার বলেন, ‘‘ওই ব্যক্তি রুপো বিশেষজ্ঞ নন। কিন্তু যারা ওই ঘরোয়া জিনিসপত্র বেচার বাজারে প্রায়ই যান, তাদের চোখ শকুনের মতো হয় সাধারণত। ’’

news24bd.tv/ নকিব