করোনা: রাজশাহী বিভাগে একদিনে ১৯ জনের মৃত্যু

করোনা: রাজশাহী বিভাগে একদিনে ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনা ভাইরাসে রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ৩৪৪ জনে।

অন্যদিকে, একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৭২৪ জন। এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৫৭৯ জনের।

এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১ হাজার ৩০৫ জন।

আজ দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার এ তথ্য জানান।

আরও পড়ুন:


করোনায় আক্রান্ত কনডেম সেলের ফাঁসির আসামি

টিকা নিলে কমে মৃত্যু ঝুঁকি: আইইডিসিআর

করোনা: কুষ্টিয়ায় একদিনে ৯ জনের মৃত্যু

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ শুরু


 তিনি জানান, মারা যাওয়া ১৯ জনের মধ্যে বগুড়ায় মারা গেছেন ১০ জন। এছাড়া নাটোরে ৫ জন, রাজশাহীতে দুজন এবং নওগাঁ জেলায় দুজন মারা গেছেন।

আর শনাক্তদের মধ্যে ২২২ জন রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া বগুড়ায় ১২৬, পাবনায় ১২৩, সিরাজগঞ্জে ১১৬, নাটোরে ৬৬,  চাঁপাইনবাবগঞ্জে ৩১, নওগাঁয় ২০ এবং জয়পুরহাটে ২০ জনের করোনা ধরা পড়েছে।

news24bd.tv নাজিম