বরিশালে করোনা ওয়ার্ডে ১৭ জনের মৃত্যু

বরিশালে করোনা ওয়ার্ডে ১৭ জনের মৃত্যু

Other

বরিশালে গত ২৪ ঘন্টায় দুটি হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।  

এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ৬ জন করোনা আক্রান্ত সহ মৃত্যু হয়েছে ১৫ জন রোগীর। বাকি ২ জনের মৃত্যু হয়েছে করোনা ডেডিকেটেড জেনারেল (সদর) হাসপাতালে।

আজ সকাল ৮টা পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ৩শ’ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিল ৩৪৯ জন। অপরদিকে আজ সকাল পর্যন্ত জেনারেল হাসপাতালে ১শ’ শয্যার বিপরীতে চিকিৎসাধীন ছিল ৩১জন রোগী।  

এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার আবার কিছুটা কমেছে। গতকাল মঙ্গলবার রাতের সব শেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ৩৯.৩৬ ভাগ।  

এর আগে গত সোমবার রাতের রিপোর্টে শনাক্তের হার ছিল ৪৩.১৫ ভাগ এবং রোববার শনাক্তের হার ছিল ৫৫.৮৫ ভাগ।  

এর আগে গত ৫ জুলাই শের-ই বাংলা মেডিকেলে কলেজের আরটি পিসিআর ল্যাবে সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।  

আরও পড়ুন


মেয়াদ শেষ হওয়া মোবাইল ডাটা ফেরত দিচ্ছে অপারেটররা

জাপানে এত বেশি ভূমিকম্প কেন হয়?

জাপানে অলিম্পিক আসরের মধ্যেই ভয়াবহ ভূমিকম্প

সাকিব-মোস্তাফিজ আইপিএল খেলতে পারবেন


news24bd.tv / কামরুল