কক্সবাজারে রিকশাচালককে নির্যাতন, গ্রেপ্তার অভিযুক্ত যাত্রী

কক্সবাজারে রিকশাচালককে নির্যাতন, গ্রেপ্তার অভিযুক্ত যাত্রী

অনলাইন ডেস্ক

কক্সবাজারে রিকশাচালককে অমানসিকভাবে মারধরের ঘটনায় অভিযুক্ত আবদুস শুক্কুর তারেক নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।  

নির্যাতনকারী আবদুস শুক্কুর তারেক (৩০) শহরের মোহাজেরপাড়া এলাকার আবদুল জব্বারের ছেলে।

জানা যায়, ভাড়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে রিকশাচালককে অমানসিকভাবে নির্যাতন করে অভিযুক্ত আবদুস শুক্কুর।

এ নিয়ে রবিবার কক্সবাজার শহরের আইবিপি মাঠ নামক সড়কে বিকশাচালককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। ঘটনাটি পুলিশের নজরে এলে নির্যাতনকারী সেই যাত্রীকে পুলিশ আটক করতে সক্ষম হয়।    
 
আটক হওয়া যাত্রীর বিরুদ্ধে নির্যাতনের শিকার রিকশাচালক সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সোমবার বিকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান- ‘কেউ যদি আইন হাতে নেয় তাকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

একজন দরিদ্র রিকশাচালককে প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর অমানবিকভাবে মারধরের পর তাকে রাস্তার কাদায় টেনে হেঁচড়ে পার পেয়ে যাবেন এমন ভাবনার দিন আর নেই। ’ 

আরও পড়ুন


কোরআনের বর্ণনায় মুমিন ও পাপী উভয়ের মৃত্যুযন্ত্রণা

যে অভিযোগে সরানো হয়েছে এডিসিকে, সেই অভিযোগকারী খোদ পরীমণি

মমেক করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

এ সময় তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়ে পড়লে সমাজের কাছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা জবাবদিহিতার আওতায় আসে। তাই ঘটনাটি নজরে আসার পর পরই জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে নির্দেশনা দিয়ে এক ঘণ্টার মধ্যে নির্যাতনকারীকে আটক করা হয়।  

news24bd.tv রিমু