আফগানে জয়ী যদি কেউ হয়ে থাকে সে আমেরিকাই!

আফগানে জয়ী যদি কেউ হয়ে থাকে সে আমেরিকাই!

Other

গত একমাস আগেও ভেবেছি বিশ বছরের আফগান যুদ্ধে আমেরিকার লজ্জাজনক পরাজয় হয়েছে। কিন্তু গত দু'দিন ধরে মনে হচ্ছে, জয়ী যদি কেউ হয়ে থাকে সে আমেরিকাই। আফগানদের মনে স্বচ্ছন্দ্য জীবনের এক অত্যুগ্র বাসনা তারা বুনে দিয়ে গেছে।  

তাই তালেবান মুজাহিদিনদের হাতে মোবাইল।

তারা ভিডিও করছে। সুরম্য প্রাসাদে উঠে তারা আনন্দ করছে। তারা বুঝে গেছে আরামপ্রদ জীবন থেকে কেউ এখন আর সরে আসতে চাইবে না। তাই এতো ছাড় দেয়া।
যে তালেবান জাতীয়তাবাদ বলতে ইসলামী জাতীয়বাদ বুঝত, তারা এখন আফগান জাতীয়তাবাদের কথা বলছে।  

একটা সমাজের মানসিকতা পাল্টে দিয়েছে মার্কিনিরা। এর প্রভাব সুদূরপ্রসারী হবে। যা সোভিয়েত রাশিয়া পারেনি। দিন দিন আমেরিকার প্রভাব আরও স্পষ্ট হবে। অপেক্ষা করুন।

একদিন তালেবান থাকবে না, কিন্তু ভোগের বাসনা থেকে যাবে। সেটাই আফগানদের পশ্চিমমুখী করবে।

লেখাটি জয়দীপ দে শাপলু- এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

 

আরও পড়ুন:


বগুড়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে

চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় বিএনপির বিরুদ্ধে ৩ মামলা

হাইতিতে ভূমিকম্পে মৃত্যু বেড়ে দুই হাজার

ভোলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক


NEWS24.TV / কামরুল