রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, আহত ২

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, আহত ২

Other

রাঙামাটি কাউখালীতে পাথর বোঝাই ট্ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে দুইজন আহত হয়েছে। গত শুক্রবার মধ্যে রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়ন ও কলমপতি ইউনিয়নের সীমান্তবর্তী পোয়াপাড়ায় এ ঘটনাটি ঘটে।  

আহতরা হলেন, চালক মো. জামাল হোসেন (৪০) ও তার সহকারী বাসুদেব (৪২)। এ ঘটনার পর ওই এলাকায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে একটি পাথর বোঝাই ট্টাক রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন ও কলমপতি ইউনিয়নের সীমান্তবর্তী পোয়াপাড়ার বেইলি ব্রিজে উপর উঠলে ধসে পরে। ব্রিজসহ ট্টাকটি খালে তলিয়ে যায়।  

বন্ধ হয়ে যায় কাউখালী উপজেলা থেকে নাইল্যাছড়ি সড়ক যোগাযোগ। এঘটনায় আহত হয় চালকসহ তিনজন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চালক ও তার সহযোগিকে উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিস।
 
রাঙামাটির কাউখালী উপজেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা মুকুন্দলাল ত্রীপুরা জানান, আহতদের উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের কোন ঘটনা ঘটেনি। তবে ব্রিজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।  

অন্যদিকে ট্টাকের কারণে ব্রিজ ভেঙে যাওয়ায় স্থানীয়দের মধ্যে যেমন ক্ষোভ দেখা দিয়েছে তেমনি ভোগান্তিও বেড়েছে।  

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আরেফিন জানান, ট্টাকটি অতিরিক্ত বোঝাইয়ের কারণে ব্রিজেটি ধসে পরেছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে যান চলাচল শুরু করার ব্যবস্থা নিয়েছি।  

কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লা জানিয়েছেন, পোয়াপাড়া বেইলি ব্রিজটি পাথর বোঝাই ট্রাকসহ মাঝামাঝিতে ভেঙ্গে ট্রাকসহ ইসামতি খালে পড়ে যায়। এতে চালকসহ দুইজন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোন মামলও হয়নি।  

আরও পড়ুন:


ইংরেজি হরফে বাংলা: বলতে চায় একটা অর্থ হয় আরেকটা

এবার পরীমণির জীবনী নিয়ে নির্মিত হবে সিনেমা!

রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে পরীমণিকে

২১ আগস্ট নিহতদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা


NEWS24.TV / কামরুল