মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় 'গ্রেস'এর আঘাতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু মানুষ।
শনিবার ঝড়ো বাতাস আর ভারী বৃষ্টিপাতে সেখানে বন্যা ও জলোচ্ছাসের সৃষ্টি হয়। অনেক স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে।
অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গাছপালা, শহরের পথ-ঘাট পানিতে তলিয়ে গেছে। শহরের কাছে অক্টোপ্যান নদীর তীর ভেঙে স্থানীয় একটি হাইওয়ে প্লাবিত হয়েছে।
আরও পড়ুন
সূরা ইয়াসিন গোনাহ মাফের মাধ্যম
বাদশাহ আমানুল্লাহ, আফগানিস্তান, বাচ্চায়ে সকাও এবং সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে
এদিকে বন্যা কবলিত এলাকার মানুষকে উদ্ধারে প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। চলতি বছরের মধ্যে মেক্সিকোতে এখন পর্যন্ত এটিই সবচেয়ে শক্তিশালী ঝড়।
news24bd.tv রিমু