কুষ্টিয়ায় পানিবন্দি ৫০ হাজার মানুষ, বেড়েছে দুর্ভোগ, খাদ্য সংকট

কুষ্টিয়ায় পানিবন্দি ৫০ হাজার মানুষ, বেড়েছে দুর্ভোগ, খাদ্য সংকট

Other

পদ্মা নদীতে গতকালের চেয়ে পানি ১ সেন্টিমিটার কমলেও এর প্রধান শাখা নদী গড়াইয়ে পানি ৪ সেন্টিমিটার বেড়েছে।

গড়াই নদীপাড়ে তীব্র হয়েছে ভাঙন। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে চলেছে।

এদিকে পদ্মার পানিতে প্লাবিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুই ইউনিয়নের ৩৭টি গ্রামের ৫০ হাজার মানুষ এখন চরম দূর্ভোগে।

পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।

আরও পড়ুন:

ছবি করার কথা বলে ঘরে ডেকে শার্লিন চোপড়াকে যৌন হেনস্তা করে সাজিদ

ইরানের পরমাণু সমঝোতা: যুক্তরাষ্ট্রের হতাশা নিয়ে যা বলল রাশিয়া

কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার দায় নিতে চান না তালেবান

ঘর থেকে বেরিয়ে বিশ্বরেকর্ডের পথে বেলজিয়ান তরুণী


বন্যায় আমন ধান, পাটক্ষেত ও মরিচক্ষেতসহ বিভিন্ন ধরণের কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। বিশুদ্ধ পানি ও পশু খাদ্যেরও সংকট দেখা দিয়েছে। সেখানে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

news24bd.tv/ নকিব