অজ্ঞাত হামলাকারীর গুলিতে আফগান নিরাপত্তারক্ষী নিহত

অজ্ঞাত হামলাকারীর গুলিতে আফগান নিরাপত্তারক্ষী নিহত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে সংঘর্ষে ‘অজ্ঞাত হামলাকারীর গুলিতে’ এক আফগান নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। জার্মান সেনাবাহিনী বুন্দেসওয়েহরের বরাত দিয়ে এ খবর জানায় সংবাদমাধ্যম আরটি।

সোমবার এক টুইটে বাহিনীটির পক্ষ থেকে বলা হয়, বিমানবন্দরের নিরাপত্তায় থাকা এক রক্ষী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন।

তবে সংঘর্ষের বিস্তারিত উল্লেখ করা হয়নি। সংঘর্ষে কোনো জার্মান সেনা আঘাত পায়নি বলে জানিয়েছে বুন্দেসওয়েহর।
তালেবানরা এ বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়নি। প্রায় সাড়ে ৪ হাজার মার্কিন ও ৯০০ ব্রিটিশ সেনা বিমানবন্দরের দায়িত্বে রয়েছে।
আছে জার্মানি ও অন্যান্য দেশের সেনারাও। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ দিকে গতকাল যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, তারা আইএসের আক্রমণের আশঙ্কা করছে।

আরও পড়ুন:

আপাতত গণটিকা কার্যক্রম বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

কাবুলে উদ্ধার তৎপরতায় যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত

তালেবানকে ৮,৫০০ কোটি ডলারের অস্ত্র দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র: নিকি হ্যালি

বিমানে আফগান নারীর সন্তান প্রসব, শিশুর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন


তালেবান বাহিনী ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই দেশত্যাগের জন্য হুড়োহুড়ি পড়ে যায়। হাজার হাজার মানুষ ভিড় করে হামিদ কারজাই বিমানবন্দরে। এমনকি বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

news24bd.tv/ নকিব