আফগানিস্তানে আমরা এক দলীয় শাসন চাই না : আফগান নেতারা

আফগানিস্তানে আমরা এক দলীয় শাসন চাই না : আফগান নেতারা

অনলাইন ডেস্ক

পাকিস্তানের ইসলামাবাদে সফরকারী আফগানিস্তানের রাজনৈতিক নেতারা তাদের দেশে একদলীয় সরকারের বিরোধিতা করেছেন। সামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর এএনআই-এর।

আফগানিস্তানের ১০২তম স্বাধীনতা দিবস উপলক্ষে তালেবান একটি বিবৃতি দেওয়ার পরপরই এই বিবৃতি এসেছে।

নর্দার্ন অ্যালিয়েন্সের নেতা এবং আফগান পার্লামেন্টের স্পিকার মীর রেহমানের সমন্বয়ে গঠিত আফগান প্রতিনিধিদল রবিবার পাকিস্তানে পৌঁছেছে।


আরও পড়ুন

আগামী ৩০ আগস্ট আসছে ফাইজারের ১০ লাখ টিকা

মশক নিয়ন্ত্রণে সুপারভাইজারদের দায়িত্ব নিতে হবে: মেয়র আতিক

শেরপুরে ৪টি তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব

কুষ্টিয়ায় পদ্মায় পানি কমেছে, দেখা দিয়েছে ভাঙন


গত বৃহস্পতিবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে প্রতিনিধিদল জানায়, তাদের একমাস আগে পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের সফর শুরু হয় ১৫ আগস্ট এবং একই দিনে কাবুল তালেবানের হাতে পড়ে।

মীর রেহমান সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তান এমন একটি সংবিধান দ্বারা পরিচালিত হওয়া উচিত- যা সবার কাছে গ্রহণযোগ্য।

একদলীয় কর্তৃত্ববাদী সরকার মেনে নেওয়া হবে না।

news24bd.tv/এমি-জান্নাত