ভাইলোগ, ফুটানির চাইতে জীবনের মূল্য অনেক বেশি

ভাইলোগ, ফুটানির চাইতে জীবনের মূল্য অনেক বেশি

অনলাইন ডেস্ক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিন অভিনয় তারকাসহ পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ ও খাইরুল বাসার। নিশ্চিত হওয়া গেছে, দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) ভোর ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে এই দুর্ঘটনা ঘটে।

ভয়াবহ এই এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটির ছবি দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সঙ্গীতশিল্পী প্রীতম আহমেদ।

আরও পড়ুন:


গুলশানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন তারকাসহ আহত ৫, দু’জন আইসিইউতে

জুমার খুতবার ফজিলত

মাসুদের সঙ্গে তালেবানের সমঝোতা


তার পোস্টটি নিউজ টোয়েন্টিফোর বিডি ডট টিভির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:-

‌তিনি লেখেন- আমার একমাত্র শখ ও নেশা গাড়ি চালানো। ১৭ বছরের পুরানো লাইসেন্সে এখনো কোন এক্সিডেন্ট এর মামলা হয়নি।

ঢাকা, লন্ডন, নিউ ইয়র্ক এর মত শহরে ড্রাইভ করার অভিজ্ঞতায় বলতে পারি এতো উঁচু ফুটপাথের উপর এতো সুন্দর পার্কিং আমি জীবনেও করতে পারবো না।  

ভাইলোগ; ফুটানির চাইতে জীবনের মূল্য অনেক বেশি। তাই অনুরোধ, সতর্ক হয়ে দায়িত্ব নিয়ে গাড়ি চালান।

news24bd.tv নাজিম