সব শিক্ষাপ্রতিষ্ঠানই খুলতে পারে অক্টোবরে

সব শিক্ষাপ্রতিষ্ঠানই খুলতে পারে অক্টোবরে

অনলাইন ডেস্ক

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমলে সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী অক্টোবরে খুলে দেয়া সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা। এজন্য বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান চূড়ান্ত প্রস্তুতি নিতে শিক্ষকদের শতভাগ উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান খুললেও করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের।

করোনা ভাইরাসের হার ৫ শতাংশের নিচে নামলে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ছিল।

কিন্তু দীর্ঘ ১৮ মাস স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের হতাশা দূর করা ও মানসিক বিকাশের জন্য সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নামার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জাতীয় পরামর্শক কমিটির সম্মতি পাওয়ায় দ্রুত এ বিষয়ে ঘোষণা আনতে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি চূড়ান্ত করতে বুধবার উচ্চপর্যায়ে বৈঠক শেষে বৃহস্পতিবার ঘোষণা আসতে পারে।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশে করোনায় সংক্রমণের হার ক্রমান্বয়ে কমছে।

এই ধারা অব্যাহত থাকলে দ্রুত  শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে সেটি করা হবে ধাপে ধাপে।

news24bd.tv/এমি-জান্নাত