সারগামের নোটগুলোর প্রত্যেকটির আরবি ও ওয়েস্টার্ন নামে সাদৃশ্য রয়েছে

সারগামের নোটগুলোর প্রত্যেকটির আরবি ও ওয়েস্টার্ন নামে সাদৃশ্য রয়েছে

Other

সা রে গা মা পা ধা নি (সারগাম) এই সাতটি স্বরকে আরবি ভাষায় দাল, রা, মীম, ফা, সোয়াদ, লাম ও তা দিয়ে প্রকাশ করা হয় এবং একসাথে দুররে মুফাসসলাত অর্থাৎ মুক্তারমালা বলা হয়।  

অনেক পশ্চিমা গবেষক ও সঙ্গীত বিশারদ মনে করেন পশ্চিমা সঙ্গীতের সারগাম বা‍ Solfege-এর Do(দাল) Re(রা) Me(মীম) Fa(ফা) So/Soh/Sol(সোয়াদ) La(লাম) Ti (তা) আরবি থেকেই নেয়া হয়েছে।  

নোটগুলোর প্রত্যেকটির আরবি নাম ও ওয়েস্টার্ন নামে সাদৃশ্য রয়েছে।

আরও পড়ুন:

আবারও ভয়াবহ দাবানলে পুড়ছে আমাজন

সানি লিওনের সঙ্গে দুষ্টুমি করলো কে?

অন্তর্বাসের মধ্যে লুকানো ছিল অর্ধকোটি টাকার গলানো সোনা!

এবার পাশ্চাত্যের মানবিকতা নিয়ে কঠোর সমালোচনা পুতিনের


news24bd.tv/ নকিব