যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলো তালেবান বিরোধীরা

যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিলো তালেবান বিরোধীরা

অনলাইন ডেস্ক

তালেবানের বিরুদ্ধে যুদ্ধরত 

সর্বশেষ প্রদেশটি দখলে নেওয়ায় তালেবানের দাবির পর এনআরএফ এ ঘোষণা দিয়েছে। আলজাজিরা ও বাসসের তথ্যসূত্রে এ খবর জানা যায়।

এনআরএফ বলছে, তারা পাঞ্জশিরে কৌশলগত অবস্থানে রয়েছে। তালেবানের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে।

news24bd.tv

এর আগে তালেবান আফগানিস্তানের সর্বশেষ প্রদেশ পাঞ্জশির উপত্যকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের সামনে তাদের যোদ্ধাদের অবস্থান করতে দেখা গেছে।

ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) পাঞ্জশির উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।


আরও পড়ুন:

৭ মিনিটেই স্থগিত! পূর্ণ তিন পয়েন্ট পেতে চলেছে আর্জেন্টিনা

মাসুদের প্রস্তাব ফিরিয়ে দিলো তালেবান

গর্ভবতী নারী পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তালেবানের বিরুদ্ধে

দেশের অর্ধেক ইন্টারনেট টিকটক, লাইকি আর পর্নোগ্রাফিতেই শেষ!


তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, এই বিজয়ের মাধ্যমে আমরা দেশকে যুদ্ধাবস্থা থেকে সম্পূর্ণ বের করে আনতে পেরেছি।

এনআরএফ তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে টুইটে জানিয়েছে, সুপরিচিত আফগান সাংবাদিক ও তাদের মুখপাত্র ফাহিম দাশতি এবং জেনারেল আবদুল ওয়াদুদ জারা সর্বশেষ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন।

জেনারেল জারা এনআরএফ প্রধান আহমেদ মাসুদের ভাতিজা। আহমেদ মাসুদ তালেবান বিরোধীদের নেতৃত্ব দিচ্ছেন।

উল্লেখ্য, ১৯৮০ এর দশকে সোভিয়েত বাহিনী এবং ১৯৯০ সালে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে পাঞ্জশির উপত্যকা ‘অপরাজেয়’ স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত