তালেবানের প্রতিষ্ঠাতার ছেলে পেলেন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব

তালেবানের প্রতিষ্ঠাতার ছেলে পেলেন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব

অনলাইন ডেস্ক

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। নতুন এই সরকারে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে করা হয়েছে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী।

মঙ্গলবার এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।

পাশাপাশি তার ডেপুটি হিসেবে কাজ করবেন সশস্ত্র ইসলামি এই গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার। এছাড়াও ভারপ্রাপ্ত অভ্যন্তরীণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সেরাজউদ্দিন হাক্কানি।

আরও পড়ুন:


চীনের ১৯ যুদ্ধবিমান ঢুকল তাইওয়ানে

গাজীপুরে তুরাগ ও বংশী নদীর পানি বৃদ্ধি

খিলগাঁও ও কেরানীগঞ্জ থেকে ফেনসিডিল-গাঁজা উদ্ধার

কারাভোগ শেষে ভারত ফিরল তিনজন


মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব বর্তমানে তালেবানের উপপ্রধানের দায়িত্বে রয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।

 

২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা ঘটনাকে কেন্দ্র করে ন্যাটো নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী আক্রমণ শুরু করে আফগানিস্তানে। তাতে ক্ষমতা হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে দলটি। ২০১৩ সালে মোল্লা ওমরের মৃত্যু হলেও তা দুই বছর গোপন ছিল।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর