আত্মীয়-স্বজনের কথা পরিবারে বললে কি সেটা গীবত হবে ?

অনলাইন ডেস্ক

সমাজের সবচেয়ে নিকৃষ্ট বদ অভ্যাস হচ্ছে গীবত। এটি মারাত্মক ঘৃণিত কাজ। যে অন্যের দোষ তালাশ করে বুঝতে হবে তার অন্তর নষ্ট হয়ে গেছে।

রাসূলুল্লাহ্‌ (সা) গীবতের পরিচয় দিয়ে বলেন- ‘গীবত হলো তোমার ভাইয়ের এমন আচরণ বর্ণনা করা, যা সে খারাপ জানে।

গীবত করার পরিণাম- আল্লাহ্‌ তা’আলা বলেন- ‘তোমাদের কেউ যেন কারো গীবত না করে, তোমাদের কেউ কি চায় যে, সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? তোমরা তো এটাকে ঘৃণাই করে থাকো’। [সূরা হুজুরাত – ১২] অত্র আয়াত প্রমাণ করে যে, গীবত করা মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করার শামিল।

আরও পড়ুন:


বন্দর কর্মচারীর মালিকানায় শত কোটি টাকার সম্পদ

আলোর পথে ফিরেছে দেশের শিক্ষা ব্যবস্থা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি

৩ হাজার কনস্টেবল নিচ্ছে বাংলাদেশ পুলিশ


আল্লাহ আমাদের সবাইকে গীবতের মতো ভয়াবহ গুনাহের কাজ থেকে দূর থাকার তাওফিক দান করুন। এখন প্রশ্ন হলো আত্মীয় স্বজনের কথা পরিবারে বললে কি সেটা গীবত হবে ? উত্তরটি জানতে ভিডিওটি দেখুন

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক