ভারতে স্কুটার বিক্রির নতুন রেকর্ড তৈরি করেছে ওলা ইলেকট্রিক

অনলাইন ডেস্ক

ভারতে স্কুটার বিক্রির নতুন রেকর্ড তৈরি করেছে নেদারল্যান্ডের সংস্থা ওলা ইলেকট্রিক। দুইদিনেই এক হাজার ১০০ কোটি টাকার বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে সংস্থাটি।  

বিক্রি শুরুর দিনেই ৬০০ কোটি টাকা ঘরে তুলেছিল তারা। টুইট করে নিজেদের সাফল্যের খবর জানিয়েছে ওলা।

আর তাতেই সাড়া পড়েছে।  

শুক্রবার টুইট করে কোম্পানি জানিয়েছে, মাত্র দুই দিনে ১১০০ কোটির টাকার বেশি স্কুটার বিক্রি করেছে তাদের সংস্থা। যা ভারতের স্কুটার বিক্রির ইতিহাসে প্রথম।

আরও পড়ুন:


সাদা বাঘিনী ‘শুভ্রা’র ঘরে ডোরাকাটা নতুন অতিথি

তেল ও চিনির দাম বাড়ার বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

এবারও গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে: ওবায়দুল কাদের

হতাশায় নিউজিল্যান্ডকে হুমকি দিলেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা


এমনকি বর্তমানে দেশের সব মোটরবাইক বিক্রেতারা একযোগেও এত বাইক আগে কখনও বিক্রি করতে পারেননি।

আর তাতেই তৈরি হচ্ছে নতুন রেকর্ড।

news24bd.tv নাজিম