জাতিসংঘের ৭ কর্মকর্তাকে বহিষ্কার করলো ইথিওপিয়া

অনলাইন ডেস্ক

জাতিসংঘের সাত জ্যেষ্ঠ কর্মকর্তাকে বহিষ্কার করেছে ইথিওপিয়া। দেশটির সংঘাত কবলিত তাইগ্রের উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন এমন মন্তব্য করায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তাদের বহিষ্কার করেছে ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বহিষ্কার হওয়া কর্মকর্তাদের ইথিওপিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ এনে ৭২ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।  

এসব কর্মকর্তাদের মধ্যে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল-ইউনিসেফ এর প্রধান এবং মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের প্রধানও রয়েছেন।

 

আরও পড়ুন:


২০৪১ সালের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্য ৬০ হাজার মেগাওয়াট

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল

দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় ডিআইজি পার্থ গোপাল কারাগারে

নতুন লুকে পর্দায় ফিরছেন শুভ!


মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান জানিয়েছিলেন, তাইগ্রের অঞ্চল অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী। ফলে সেখানকার ৬০ লাখ মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণের মাত্র ১০ শতাংশ পাঠানো সম্ভব হয়েছে। এই বক্তব্যের কারণেই ইথিওপিয়া সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

news24bd.tv নাজিম